ArabicBengaliEnglishHindi

কালিহাতি উপজেলা আমিন সমিতির দোয়া ও ইফতার মাহফিল


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২২, ৮:৫৭ অপরাহ্ন / ৭৩
কালিহাতি উপজেলা আমিন সমিতির দোয়া ও ইফতার মাহফিল
মোঃশরিফুল ইসলাম ->>
গত ২৫শে এপ্রিল রোজ  সোমবার কালিহাতি উপজেলা আমিন সমিতির উদ্দোগ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন কালিহাতি উপজেলা আমিন সমিতির সভাপতি শাহ জামাল তোতা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা আমিন সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও কালিহাতি প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহ আলম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিহাতি উপজেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক মোঃবাদশা মিয়া।
এসময় আরোও উপস্হিত ছিলেন কালিহাতী উপজেলা আমিন সমিতির কোষাধ্যক্ষ বাবু গোবিন্দ চন্দ্র গোসাই, কালিহাতি উপজেলা আমিন সমিতির সাংগঠনিক সম্পাদক এস.এম.নাজমুল আলম ফিরোজ,  প্রচার সম্পাদক লিটন মিয়া সহ কালিহাতি উপজেলা আমিন সমিতির সকল নেতৃ বৃন্দ।