ArabicBengaliEnglishHindi

কালিহাতীতে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ২০২২ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন / ৭৯
কালিহাতীতে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ২০২২ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গৌরাঙ্গ বিশ্বাস ->>

মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়াতে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ ( কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মীর মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুভাষ চন্দ্র, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার প্রমুখ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় শিক্ষকনেতা রোকনুজ্জামান রোকন, আওয়ামী লীগে নেতা মানিক মন্ডল, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, সরকারি শামসুল হক কলেজের ক্রীড়া শিক্ষক মাসুদ ভূইয়া।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।