ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ২৭, ২০২২, ৮:৫০ অপরাহ্ন / ৫৪
কালিয়াকৈরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত

কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর মালেক মেমোরিয়াল হাই স্কুল মাঠে গতকাল ২৭ জুন (সোমবার) বিকেলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কালিয়াকৈর উপজেলার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি -বার্ষিক সল্মেলন সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম’ এর সভাপতিত্বে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উক্ত সভার উদ্ভোদক জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. মোশারফ হোসেন ভূইয়া, সভার প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা জর্জ,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন সিকদার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো আকবর আলী , কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম তুষার , কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, স্বেচ্ছাসেবক লীগ সহ- সভাপতি আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রিজবী সজীব সরকার , সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. রাজু আহমেদ প্রমুখ। এছাড়াও সেখানে ইউনিয়ন, ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা সম্মেলন সফল করার জন্য সর্বোচ্চ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আজমত হোসেন।