কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা হাজী বাড়ি এলাকায় শনিবার সকালে দুই টি বাসা বাড়ির ৪৮ টি কক্ষ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা হাজীবাড়ি এলাকায় শনিবার সকালে দুলাল উদ্দিনের বাড়ির আলামীনের কক্ষ থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী আগুন নিভাতে চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে পাশে থাকা সামাদ উদ্দিনের বাসা বাড়ির ১৪ টি কক্ষ ও দুলাল মিয়ার বাসা বাড়ির ৩৪ টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে পৌরসভার পক্ষ থেকে প্রতিটি পরিবারকে খাবারের ব্যবস্থা ও বস্ত্রের জন্য আর্থিক সহযোগিতা করা হয়।
আপনার মতামত লিখুন :