ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে এক কলেজ ছাএীর অপ্রত্যাশিত মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২২, ৮:০১ অপরাহ্ন / ৭১
কালিয়াকৈরে এক কলেজ ছাএীর অপ্রত্যাশিত মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
সহপাঠীর সাথে মোটরসাইকেলে চড়ে ঘুরতে গিয়ে রোববার দুপুরে প্রাণ গেল বিউটি আক্তার নামের এক কলেজ নারী শিক্ষার্থীর। তিনি বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষাথী ছিল। নিহত মুক্তা আক্তার (বিউটি) কালিয়াকৈর উপজেলার গোপিনপুর এলাকার নুরুল ইসলামের মেয়ে।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সকালে বিউটি উপজেলার বড়ইবাড়ী এলাকার বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশনস্কুল এন্ড কলেজে যায়। পরে ওই কলেজ থেকে দুপুরে বিউটিকে নিয়ে তার এক সহপাঠী মোটরসাইকেল যোগে ঘুরতে বের হয়। যাওয়ার পথে দুপুর ২টার দিকে উপজেলার সফিপুর-পাইকপাড়া সড়কের কুটামনি এলাকায় পৌঁছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেল টি ছিটকে পড়ে এবং কলেজ ছাত্রী বিউটিও তারসহপাঠী আহত হন। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিউটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আকবর জানান মোটরসাইকেল এক্সিডেন্টে এক স্কুল ছাএী নিহত হয়ছে।