ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে এক যুবকের মৃত্যু


প্রকাশের সময় : জুন ১০, ২০২২, ৬:২৫ অপরাহ্ন / ৭৪
কালিয়াকৈরে এক যুবকের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈরে টান কালিয়াকৈর এলাকায় শুক্রবার ভোর ০৫ ঘটিকার সময় রাজু মিয়া নামে এক যুবকের গামছা গলায় ফাসি দিয়ে মৃত্যু বরন করেন। তার বয়স ৩৫ বছর।

তার পিতার নাম মৃত মো মাইন উদ্দিন। রাজু মিয়ার পরিবারে স্ত্রী সহ ০১ ছেলে ০১ মেয়ে। পরিবারের সাথে তার কোন ঝগড়া বিবাদ নেই। পেশায় ছিলেন রাজু মিয়া প্রভাতি বনশ্রী গাড়ীর ড্রাইভার। সে প্রতিদিনের মতন ভোর বেলা গোসল করে গাড়ী চালনোর কথা বলে বের হই। পরে অন্য বাসার লোকজন দেখে রাজু মিয়া ছোট একটি আম গাছে ফাসি দিয়ে ঝুলে রয়েছে।

এস আই রকিব জানান, লাশটির কোন বাদী বা পরিবারের লোকজনের কোন সন্দেহ নেই। পরিবার ও আত্নীয় স্বজনদের অনুরোধে লাশ টি ধমীয় বিধিবিধান মেনে দাফন কার্য সম্পুর্ন করা হবে।