ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে গাছের সাথে শত্রুতা, শতাধিক গাছের চারা নষ্ট


প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২২, ৮:৪০ অপরাহ্ন / ৬৫
কালিয়াকৈরে গাছের সাথে শত্রুতা, শতাধিক গাছের চারা নষ্ট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে শতাধিক গাছের চারা নষ্ট করেছে প্রতিপক্ষরা।

অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে সোমবার রাতের আঁধারে আমাদের জমিতে প্রবেশ করে প্রতিপক্ষ আব্দুল বাছেদের নেতৃত্বে একদল লোকজন নিয়ে হামলা করে মেহগুনি, আকাশমনি, বেলজিয়াম সহ বিভিন্ন ধরনের শতাধিক কাঠ বাগানের চারা তুলে নষ্ট করে ফেলে।

এতে প্রায় ৪০-৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে জমির মালিক সাখাওয়াত হুসাইন তানভীর বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

প্রতিপক্ষ আব্দুল বাছেদ জানান, আমার আইলের ভিতর দিয়ে চারা বুনছিল তাই সেগুলো উঠিয়ে ফেলে দিয়েছি।

কালিয়াকৈর থানা (এস আই) শওকত আলী জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাপন নেওয়া হবে ।