ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে ট্রেনে কাটা পরে যুবক নিহত


প্রকাশের সময় : জুন ১০, ২০২২, ৮:৩৯ অপরাহ্ন / ৭২
কালিয়াকৈরে ট্রেনে কাটা পরে যুবক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বক্তারপুর রেলক্রসিং এলাকায় শুক্রবার সকালে ট্রেনে কাটা পরে পারভেজ হোসেন(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবক কালিয়াকৈর হাইটেক সিটির নোকিয়া মোবাইল কোম্পানির কর্মচারী।

উপজেলার বক্তারপুর রেলক্রসিং থেকে ৪০০ গজ সামনে হাইটেক সিটির কাছাকাছি রেললাইনে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান নিহত যুবক মোবাইলে গান শুনতে কানে হেডফোন দিয়ে কর্মস্থল হাইটেক সিটির দিকে যাচ্ছিল, এসময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকা গামী কমিউটার লোকাল ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ীর এসআই শহিদুল ইসলাম জানান, এরকম ঘটনা শুনেছি। ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হবে।