ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ১১, ২০২২, ৫:৪৯ অপরাহ্ন / ৬৪
কালিয়াকৈরে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, এই সরকার উন্নয়ন ও শিক্ষাবান্ধব, তাই প্রতিটি স্কুলে শিঘ্রই ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হবে। তিনি আজ (১১জুন) শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদসহ স্কুলের শিক্ষক ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।