ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে পোশাক কারখানায় অংশগ্রহণকারী ক‌মি‌টির নির্বাচন অনু‌ষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৬:০৭ অপরাহ্ন / ১৪৮
কালিয়াকৈরে পোশাক কারখানায় অংশগ্রহণকারী ক‌মি‌টির নির্বাচন অনু‌ষ্ঠিত

স্বপন সরকার কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধি ->>

গাজীপুরের কালিয়াকৈ নুর গ্রুপের রাইয়ান নীট কম্পোজিট লিমিটেড কারখানায় শ্রমিকদের অংশগ্রহণকারী ক‌মি‌টির নির্বাচন অনু‌ষ্ঠিত হয়েছে।

আজ (২৭ অক্টোবর) বৃহস্প‌তিবার সকাল ৯ টা থেকে নির্বাচনের ভোটগ্রহন শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় ।

ক‌মি‌টিতে ১২জন শ্রমিক সদস‌্য পদে নির্বাচ‌নের জন‌্য ২৬জন প্রার্থী প্রতিদ্ব‌ন্তিতা করেন। ২০৩৬ জন ভোটার প্রত‌্যক্ষ ভোটে তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে ভোটা‌ধিকার প্রয়োগ করেন ।

সকাল থেকে উৎসব মুখর পরিবেশে নির্বাচনটি অনু‌ষ্ঠিত হয়।