ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে বাসের চাপায় এক পোশাক শ্রমিক নিহত


প্রকাশের সময় : মে ৯, ২০২২, ৬:০৩ অপরাহ্ন / ৭৩
কালিয়াকৈরে বাসের চাপায় এক পোশাক শ্রমিক নিহত

স্বপন সরকার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি->>
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাসের চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গত রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন কুড়িগ্রামের উলিপুর থানার সাধুয়া দামোরহাট এলাকার জামাল মিয়ার ছেলে লিটন মিয়া (৪০)। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লিটন প্রতিদিনের মতো রবিবার সকালে তার কর্মস্থলে যান। কিন্তু তিনি কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে একটি ব্যাংকে যান। পরে ব্যাংকের কাজ শেষে আবার কর্মস্থলে ফেরার পথে বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার তেলিরচালা এলাকায় পৌঁছালে বেপরোয়া একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিটন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।

সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, ওই ঘাতক বাস ও চালক-সহযোগীকে এখনো আটক করা যায়নি।