কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ড ১৪ দোকান পুড়ে ছাই
প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২২, ৪:১৯ অপরাহ্ন /
৮৪
স্বপন সরকার , কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ঐ মার্কেটের ৬ টি দোকান সহ সামনে থাকা আরো ছোট ৮টি অস্থায়ী মোট ১৪টি দোকান পুরে ছাই হয়ে গেছে।
শুক্রবার দুপুর আনুমানিক ১ টার দিকে উপজেলার সফিপুর বাজার এলাকায় কাঁচা বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, হটাৎ দুপুরে লতিফ হোসেনের দোকান থেকে আগুন লাগে পরে গোবিন্দ সাহা, আব্দুল আলিম,গৌরাঙ্গ সাহা, সাহদেব সাহা, লিটন সাহা দোকানে মূহুর্তে আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে ব্যর্থ হয়ে আসে পাশের আরো চারটি দোকানে আগুনে লেলিহান শিখা ছরিয়ে পরলে পরবর্তীতে জরুরী সেবা ৯৯৯ কল দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি । এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রনিক সট সার্কিট থেকে এই অগ্নিকান্ড ঘটতে পারে।
এই বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান দপুরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২ টি ইউনিট এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তদন্ত করে জানাযাবে।
সিং – আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম লিংকন
সাধারণ সম্পাদক
সফিপুর বাজার বহুমুখী সমবায় সমিতি লিঃ
সফিপুর একটি জনবহুল ঘনবসতি এলাকা এখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :