ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুরে ছাই


প্রকাশের সময় : মে ২০, ২০২২, ৭:২৯ অপরাহ্ন / ৫৭
কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুরে ছাই

স্বপন সরকার কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি ->>

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে ব্যপক ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্র জানায়, শুক্রবার ভোররাতে বড়ইবাড়ি বাজারের কোন এক দোকান থেকে আগুনের সুত্রপাত হয়।স্থানীয় ব্যবসায়ীরা দোকানে আগুন দেখে ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করেন।

পরে তারা ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

ইতিমধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে মদিনা হার্ডওয়্যার,অপু ফার্মেসি, রঞ্জিতের সেলুন,শুভ স্টোর ও খাবার হোটেল সহ ৬টি দোকান পুরে ছাই হয়ে যায়।স্থানীয় ব্যবসায়ী আবু তায়েব মৃধা জানান,আগুনে পুরা দোকানগুলো থেকে কোন মালপত্র বেরকরতে না পারায় ব্যপক ক্ষতি হয়েছে, এখন সরকারীভাবে সহযোগীতা না পেলে ব্যবসায়ীদের খুব কষ্ট হবে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিস ষ্টেশন সুত্র তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি