ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত


প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২২, ৬:৩৪ অপরাহ্ন / ৮২
কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

স্বপন সরকার,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি ->>

গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় মহা পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর উপজেলা সুন্নি পীর মশায়েখ সংগঠন ও আহলে সুন্নাত ওয়াল জামা’ত এর যৌথ উদ্যোগে রবিবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

পরে র‍্যালিটি বের হয়ে কালিয়াকৈর বাসস্ট্যান্ডসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসটার্মিনাল চত্বরে মিলিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাউসুল আজম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরিফের পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী,

মুর্শিদ নগর পাক দরবার শরিফের পীর মাওলানা আব্দুল হাকিম জিহাদি, গাবচালা কাদরীয়া দরবার শরিফের পীর মাওলানা আমিনুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উয়ায়েসি পাক দরবারের পীর শাহ আশেক মোরশেদ উয়ায়েছি সুজন,

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ধর্মীয় সম্পাদক মীর সোহেল মিয়া, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংবাদিক ইলিয়াস চৌধুরী, মির্জাপুরী পাক দরবার শরিফের পীর মনির চিসতি, ইসলামিক ফাউণ্ডেশনের আবু জাফর ফারুকী, কুন্দাঘাটা দরবারের পীর আবু তায়েব মৃধা,

সৈয়দ সোহেলুর রহমান পাভেল পীরসাহেব বৈরাবরী, রাহাবার মনজিলের পীর আব্দুল্লাহ আল মামুন, কুতুবদিয়া পাক দরবার শরিফের পীর আজিবুর রহমানসহ অনেকেই। পরে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।