ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে যানজট বিহীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ


প্রকাশের সময় : মে ১, ২০২২, ৮:১৯ অপরাহ্ন / ১২২
কালিয়াকৈরে যানজট বিহীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

স্বপন সরকার ->>
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা- নবীনগর মহাসড়কের যানজট বীহিন চলছে গাড়ি,স্বস্তিতে যাত্রীরা বাড়ি ফিরছেন। তবে দের অতিরিক্ত ভাড়া নেওয়ায় বিপাকে পড়েছে অনেক সাধারণ যাত্রীরা।

গাজীপুর জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোথাও কোন যানজট নেই রাস্তা ফাঁকা। মানুষ সুন্দরভাবে বাড়ি পৌঁছাছে।

গাজীপুর জেলায় ৬০০ পুলিশ মাঠে কাজ করেছে যাতে যাত্রীদের কোনো দুর্ভোগ সৃষ্টি না হয়। ঈদের পরে যাতে সুন্দরভাবে কর্মস্থলে পৌঁছাতে পারে সে জন্যও পুলিশ মাঠে কাজ করবে।

তিনি আরো ও বলেন,গাজীপুর থে‌কে এবছর প্রায় ৬০ লাখ লোক উত্তর ব‌ঙ্গের বি‌ভিন্ন এলাকায় স্বাচ্ছ‌ন্দে পৌ‌চ্ছাছে।

তিনি আজ দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) গোলাম রাব্বানী সেখ, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)ডাঃ নন্দিতা মালাকার, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।