ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে সবুজ আন্দোলন কালিয়াকৈর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ১৮, ২০২২, ৬:৫৮ অপরাহ্ন / ৭২
কালিয়াকৈরে সবুজ আন্দোলন কালিয়াকৈর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

স্বপন সরকার কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি ->>

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার লতিফপুর এলাকায় সবুজ আন্দোলনের কালিয়াকৈর সমন্বয়কারী মোঃ আফসার খাঁন বিপুলের নিজ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈরে সবুজ আন্দোলনের প্রস্তাবিত সভাপতির সভাপতিত্বে প্রস্তাবিত সাধারণ সম্পাদকের পরিচালনা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত পরিচালক আলম শাইন।

এসময় তিনি বলেন, সবুজ আন্দোলনকারী দেশ ও দশের জন্য কাজ করে। পরিবেশের জন্য কাজ করে। গাজীপুরে যে পরিমাণ গাছ-পালা, বৃক্ষরাজি থাকার কথা তা কিন্তু নেই। তাছাড়া গাজীপুরে শিল্প কারখানা থাকার কারনে এখানে বায়ু অনবরত দূষিত হচ্ছে। এবাবে যাতে পরিবেশ দূষণ না হয়, আমরা জানি নিজের পায়ে নিজে কুড়াল না মারি সে কথা জনসাধারকে বোঝানোই সবুজ আন্দোলনের কাজ।

এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর সবুজ আন্দোলনের সমর্থনকারী রকি মন্ডল, নাহিদ হোসেন, রাব্বি হোসেন (লগিন), নাজমুল ইসলাম, আজিম মন্ডলসহ আরো অনকেই। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন কালিয়াকৈর সবুজ আন্দোলনের সদস্যবৃন্দ।