কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা চত্বরে সবুজ আন্দোলনের কালিয়াকৈর শাখার উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ (৫ জুন) রবিবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
সবুজ আন্দোলনের কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মোঃ আফসার খাঁনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম রায়হানের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, সাইফুল ইসলাম।
বৃক্ষরোপণের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার, জাকির হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার, বীর মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার, সাহাবদ্দিন আহসান, বীর মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার, নাসির উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, সবুজ আন্দোলনের কালিয়াকৈর উপজেলা শাখার সহ-সভাপতি শরিফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদ হোসেন, দপ্তর সম্পাদক ইফতি মাহমুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক নাদিম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক যুবরাজ হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক বেনজীর খাঁন, নির্বাহী সদস্য নাহিদরছি, রকি, মেহেদী হাসান, নাজমুল হাসান, আজিম সিকদার প্রমুখ।
পরে উপজেলা পরিষদ চত্বরে সবুজ আন্দোলনের উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়।
আপনার মতামত লিখুন :