মৌলভীবাজার জেলা প্রতিনিধি ->>
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার কাদিপুরের গুপ্তগ্রাম এলাকার রেললাইন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
পরে ওই অজ্ঞাত নারীর মরদেহ বুধবার (২০ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেন বলেন, গুপ্তগ্রাম এলাকার রেললাইনে ট্রেনে কাটা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ গিয়ে অজ্ঞাত (৪২) নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি কখন ঘটেছে তা কেউ বলতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন :