রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ->>
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জন্মদিনের কেক কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আকবর হোসেন হিরো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার , আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু, রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আজীম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম সহ আরো অনেকেই।
আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :