ArabicBengaliEnglishHindi

কোথায় রেখেছো মনে – মোঃ মামুন মোল্যা


প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২২, ৭:১১ অপরাহ্ন / ২৭৯
কোথায় রেখেছো মনে – মোঃ মামুন মোল্যা

কোথায় রেখেছো মনে
– মোঃ মামুন মোল্যা

জীবন্ত বসন্তে ভরা যৌবন মেতেছে কুহু তানে,
দোলছে দক্ষিণা হাওয়া পেয়ে শাখা পুষ্প কাননে।

তৃপ্ত জোয়ারে শিখা জ্বালিয়ে কি হবে?

শহীদের আত্মা স্বর্গ বাসী হবে? এটা কেমন ধর্ম?

জীবন্ত জীবের দেহ ক্ষত-বিক্ষত করে পুষ্প তুলা!
বছর শেষে এত আয়োজনের কি আছে?
এই এক দিনে,এত কিছু না করলে কি ভাষা নিপাত যাবে?
না! ভাষা ধ্বংস হবে না।

কিন্তু এই এক দিনের দিকে তাকিয়ে রইলে,
ধীরে ধীরে ভিন্ন ভাষায় আক্রান্ত করবে।

শুরু হয়েছে ভীষণ ভাবে, ইংরেজি,হিন্দি ফারসি উর্দু ছাড়াও অনেক আছে।
পৃথিবীর বুকে ভাষার জন্য মরণ পণ লড়েছে কোন জাতি?
সেই ভাষা কে অবজ্ঞা করতে গেছো দিবা রাত্রি?
ঢোল পিটিয়ে বলছো আবার বছর শেষে মনে রাখছি!
রফিকদের প্রশ্ন,কি হচ্ছে ?

কে বলছে মূল কেটে জল ঢালতে ?
কোথায় রেখেছো মনে?