ArabicBengaliEnglishHindi

কোন এলাকায় কখন লোডশেডিং


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২২, ১২:০৯ অপরাহ্ন / ৮০
কোন এলাকায় কখন লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক ->>
ডিজেলচালিত বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বিভিন্ন এলাকার জন্য লোডশেডিংয়ের শিডিউল প্রকাশ করেছে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

জানা গেছে, এলাকাভিত্তিক সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হচ্ছে। গ্রাহকরা ওয়েবসাইটে ভিজিট করলেই তাদের এলাকার সম্ভাব্য লোডশেডিংয়ের সময় জানতে পারবেন।

ডিপিডিসির ওয়েবসাইটে ( https://dpdc.gov.bd/ ) ইতিমধ‌্যে এ সংক্রান্ত একটি লিংক পাওয়া গেছে। বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির ওয়েবসাইটে দেওয়া এমন লিংকে লোডশেডিংয়ের তথ্য মিলবে।