গজারিয়া প্রতিনিধি ->>
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায ১১ জন যাত্রী আংশিক আহত হওয়ার খবর জানা যায় রবিবার ১.৩০ বাউশিয়া অংশে গজারিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজ এর বিপরীতে পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা লেগে ( কুমিল্লা-ব ১১-৩২৩৮) বাস পাশের খাদে পড়ে যায়।
সরজমিনে বাসের একাধিক যাত্রীদের সাথে কথা বলে জান যায় বাসে যাত্রী বোঝা ই অবস্থায় দূর্ঘটনায় পড়ে, এর মধ্যে এগার জন যাত্রী আহত হয়।
আহতরা পাশের ফার্মেসি গুলোতে প্রাথমিক চিকিৎসা নেন।এর পরে ভাটেরচর নামক স্থানে কভার্ড ভ্যান (লরি) সড়কে র আইল্যান্ডে উঠে গেলে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয।
ভবেরচর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান জানান সড়ক দূর্ঘটনার খবর পেয়ে সড়ক দূঘটনাস্থলে হাইওয়ে পুলিশের অফিসার গন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
আপনার মতামত লিখুন :