ArabicBengaliEnglishHindi

গজারিয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় বাস খাদে পড়ে যায়


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২২, ৭:৫৩ অপরাহ্ন / ১৩৩
গজারিয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় বাস খাদে পড়ে যায়

গজারিয়া প্রতিনিধি ->>
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায ১১ জন যাত্রী আংশিক আহত হওয়ার খবর জানা যায় রবিবার ১.৩০ বাউশিয়া অংশে গজারিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজ এর বিপরীতে পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা লেগে ( কুমিল্লা-ব ১১-৩২৩৮) বাস পাশের খাদে পড়ে যায়।

সরজমিনে বাসের একাধিক যাত্রীদের সাথে কথা বলে জান যায় বাসে যাত্রী বোঝা ই অবস্থায় দূর্ঘটনায় পড়ে, এর মধ্যে এগার জন যাত্রী আহত হয়।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

আহতরা পাশের ফার্মেসি গুলোতে প্রাথমিক চিকিৎসা নেন।এর পরে ভাটেরচর নামক স্থানে কভার্ড ভ্যান (লরি) সড়কে র আইল্যান্ডে উঠে গেলে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয।

ভবেরচর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান জানান সড়ক দূর্ঘটনার খবর পেয়ে সড়ক দূঘটনাস্থলে হাইওয়ে পুলিশের অফিসার গন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।