গাইবান্ধা প্রতিনিধি ->>
গাইবান্ধা সদর উপজেলায় ২৭৯ পিস ইয়াবাসহ ইমরান আহম্মদ (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার (২৭ জুলাই) সকালে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (২৬ জুলাই) ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চান্দেরঘাট-দারিয়াপুর রাস্তার চান্দেরঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় আব্দুল ছালামের চা দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে অবৈধ মাদকদ্রব্য ২৭৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি ইমরান আহম্মদকে আটক করা হয়। তার বাড়ি উপজেলার কুপতলা গ্রামে। ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ইমরান।
মাহমুদ বশির আহমেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান আহম্মদ দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :