ArabicBengaliEnglishHindi

গাইবান্ধা জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা


প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২২, ৬:২৯ অপরাহ্ন / ১৬২
গাইবান্ধা জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি ->>
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

বুধবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহামুদুল হক শাহাজাদা, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতি সহ প্রমুখ।

পরে অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।