সোহানুর রহমান সোহাগ ->>
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ দিন আজ। এই পর্যন্ত নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ ১৩ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সাঘাটা ও ফুলছড়ি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন জমা দেয়া হয়।
মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির এইচএম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারা বাংলাদেশের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম সরকার, সৈয়দ মাহাবুর রহমান, শাহ মো. আবু বক্কর সিদ্দিক, শহিদুজ্জামান নিশাদ, এইচএম এরশাদ, বেলাল হোসেন ইউসুফ।
আওয়ামীলীগের প্রার্থী জননেতা মাহমুদ হাসান রিপন মনোনয়ন দাখিল শেষে নেতাকর্মীদের নিয়ে প্রয়াত ডেপুটি স্পিকারের কবর জিয়ারত করেন।
সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলা মিলে এ আসনটিতে ভোটার সংখ্যা তিন লাখেরও বেশি।
উপনির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।
উল্লেখ গত ২৩ জুলাই প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ৩৩-গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। সংসদীয় এই আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। যার ফলে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আসনটিতে।
আপনার মতামত লিখুন :