ArabicBengaliEnglishHindi

গাছ লাগান পরিবেশ বাঁচান


প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২২, ৬:০৩ অপরাহ্ন / ৪০৯
গাছ লাগান পরিবেশ বাঁচান
-আবু জাফর বিশ্বাস
সমগ্র বিশ্ব একই দৃশ্য, পরিবর্তিত এই প্রকৃতি,
নেই শীত-গ্রীষ্ম ঋতু বৈচিত্র, কিভাবে হবে নিষ্কৃতি?
দেশের প্রকৃতি হচ্ছে বিকৃতি, জল-বায়ু পরিবর্তন,
বাড়ছে তাপমাত্রা অসহ্য উষ্ণতা খরা-বন্যা আগমন।
যত ঘূর্ণিঝড় বজ্রপাত প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা,
পরিবেশ এমন বিপর্যয়ের কারণ; অধিক জনসংখ্যা?
এমন পরিস্থিতিতে হবে বাড়াতে সব ফসলের উৎপাদন,
প্রকৃতি সুস্থ থাকলে মানবকুল বাঁচবে করব বৃক্ষ রোপণ।
ভূগর্ভস্থ পানির নামছে স্তর, ভয়ঙ্কর দ্রুত গতিতে,
তারই কারণ আসছে পরিবর্তন চিরসবুজ প্রকৃতিতে।
কাঠফাটা রোদ উষ্ণ ক্রোধ গ্রীষ্মের দাবদাহ খরতাপে;
গ্রীষ্মকাল করে নাজেহাল তার চিরায়ত তপ্তরুপে।
আরো দীপ্ত হতে পারে তপ্ত আগামীর গ্রীষ্মকাল,
করে আগ্রাসন পরিবেশ দূষণ এভাবে থাকে বহাল।
যত শিল্পায়ন ও নগরায়ন আধুনিকতার বিবর্তন,
অপরিকল্পিত স্থাপনায় জল-বায়ুর হচ্ছে পরিবর্তন।
করছে বাড়ি উজাড় বনভূমি, হচ্ছে ইমারত নির্মাণ,
নদী ভাঙছে কমে আসছে আবাদী জমির পরিমাণ।
গাছ কাটায়;  ইটের ভাটায়;  ক্ষতি করছে ভীষণ,
রাসায়নিক সারে পলিথিন ব্যাগে ভূমি হচ্ছে দূষণ।
নতুন সৃষ্টির প্রত্যয় আগামীর; চেতনা হোক দৃপ্ত,
গাছ লাগান পরিবেশ বাঁচান, হয়ে সবাই একত্রিত।
পরিকল্পনা মতে দ্রুত গতিতে কমাতে হবে জনসংখ্যা,
প্রাকৃতিক ভারসাম্য সবার কাম্য, চাই না ভয়-শঙ্কা।