ArabicBengaliEnglishHindi

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত


প্রকাশের সময় : মে ১১, ২০২২, ১:২৭ অপরাহ্ন / ৬১
গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত

স্বপন সরকার কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি ->>

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকবাহী বাসের ধাক্কায় স্বামী নিহত এবং স্ত্রী গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত (১০ মে) মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটির ভেতরে।

নিহত হলেন, কুমিল্লা জেলার দেবিদ্বার থানার এলাহাবাদ গ্রামের আকবর আলীর ছেলে শামিম হোসেন (২৮) এবং আহত হলেন, নিহতের স্ত্রী প্রিয়া আক্তার জেরিন (২০)

প্রত্যক্ষধর্শী, ঘটনাস্থল ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার গোয়ালবাথান এলাকায় নানা শশুর বেলাল মিয়ার বাসায় থেকে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটির ভেতর (বিটিটি) কারখানায় শামীম ও তার স্ত্রী জেরিন চাকুরি করে আসছিল।

 

প্রতিদিনের মত মঙ্গলবার সকালে স্বামী স্ত্রী দুজনে মোটরসাইকেল যোগে তাদের কর্মস্থলে যায়।

কাজ শেষে বিকেলে আবার মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার সময় হাইটেক সিটির ভেতর শ্রমিকবাহী কালিয়াকৈর পরিবহন (কেপি) নামের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে স্বামী শামীম হোসেন মারা যায়। এসময় স্ত্রী জেরিন গুরুতর আহত হয়।

পরে আশ-পাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত স্ত্রী জেরনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শহরে পাঠানো হয়। এসময় পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘাতক বাসটি আটক করে। তবে ঘাতক গাড়ির চালক কৌশলে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই ) শওকত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তবে ঘাতক বাসটি আটক করা হয়েছে। কিন্তু চালকে আটক করা যায়নি।