গুচ্ছ ভর্তি পরিক্ষায় বিজ্ঞান বিভাগের ফল প্রকাশ; পাশের হার ৫৫.৬৩ শতাংশ
প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২২, ৬:০৯ অপরাহ্ন /
৭৬
জবি প্রতিনিধি ->>
আজ (বৃহস্পতিবার) গুচ্ছের অন্তর্ভুক্ত ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত “ক” ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
গুচ্ছের বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থী ছিল ১ লাখ ৫৪ হাজার ৫৬৬ জন। GST গুচ্ছ ক ইউনিট ফলাফল বিশ্লেষণঃ পাসের হার- ৫৫.৬৩%। সর্বোচ্চ নম্বর- ৮৭.৫০। যৌথভাবে ১ম হয়েছেন দুই জন মেয়ে শিক্ষার্থী- একজনের নাম সুমাইয়া রহমান।
অন্যজন নাম সুমাইয়া বিনতে মাসুদ। ৮০ নম্বরের উপরে পেয়েছেন ৫০ জন, ৭০ এর উপরে এক হাজার ৬২১ জন, ৬০ এর উপরে পেয়েছেন ১০,৩৪৬ জন, ৫০ এর উপরে ২৯,২২২ জন, ৪০ এর উপরে ৫৪,৯৭৩ জন, ৩০ এর উপরে পেয়েছেন ৮৫,৫৮২ জন। আর ফেল করেছেন ৬৬ হাজার ৭১১ জন (৪৩.৩৭%)।
উল্লেখ্য, গত শনিবার দুপুর ১২ থেকে বেলা ১ টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫৭ টি উপকেন্দ্রে একযোগে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :