গাইবান্ধা প্রতিনিধি ->>
গাইবান্ধার গোবিন্দগঞ্জের গাইবান্ধা মোড়, বাঁশ হাটি এলাকা হতে রংপুর হতে ছেড়ে আসা শহজাতপুর গামী এন এস ড্রীমল্যান্ড ট্রাভেল হতে গোপন সংবাদের ভিক্তিতে অফিসার ইনচার্জ ইজার উদ্দিনের নিদের্শে একটি বাসটি তল্লাশি করে ৩১বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ।
এস আই রাশেদ এ এস আই রেজাউল, জাহিরুল সহ সঙ্গীয় ফোর্স এর নেতৃত্বে অভিযান পরিচালনা কালে, গাজীপুর মহানগর এরিয়ার ছয়দানা মেম্বার বাড়ী রোডের শফিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন(২৬) এবং জামালপুর জেলার মেলানদহের তেলীপাড়া গ্রামের আঃ মহিদ এর ছেলে শহিদ(৪০) কে ফেন্সিডিল সহ আটক করা হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :