ArabicBengaliEnglishHindi

ঘুষ নেওয়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর ১০ বছর কারাদণ্ড


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২২, ৬:৫০ অপরাহ্ন / ৫০
ঘুষ নেওয়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর ১০ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক ->>
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুরকে ঘুষ চাওয়া ও গ্রহণের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

একইসঙ্গে তাকে ৯৭ কোটি রিঙ্গিত জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ৩০ বছর কারাগারে থাকতে হবে। বৃহস্পতিবার মালয়েশিয়ার হাই কোর্ট এ রায় দিয়েছে।

এর আগে নিম্ন আদালতে সারাওয়াকের একটি সৌর শক্তি প্রকল্পের সাথে যুক্ত মোট ১৯ কোটি ৪০ লাখ রিঙ্গিত ঘুষ গ্রহণের তিনটি অভিযোগের জন্য দোষী হননি। কিন্তু বৃহস্পতিবার হাইকোর্টের একজন বিচারক ওইসব অভিযোগে সাবেক ফার্স্ট লেডিকে দোষী সাব্যস্ত করেছেন। রোহমাহ স্বামী নাজিব রাজাককে দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদণ্ড দেওয়ার কয়েকদিন পর এই রায় আসলো।

৭০ বছর বয়সী রোসমাহ তার বিলাসবহুল পণ্য এবং গহনা প্রেমের জন্য পরিচিত। মালয়েশিয়ার পুলিশ ২০১৮ সালে নাজিব-রোসমাহ দম্পতির বাড়িতে অভিযান চালালে ১৬ লাখ ডলার মূল্যে সোনা এবং হীরার নেকলেস, ১৪টি টিয়ারা এবং ২৭২টি হার্মিস ব্যাগ পেয়েছিল।