ArabicBengaliEnglishHindi

ঘোড়াসাহ মেলাতে চলছে গাঁজার রঙ্গমেলা


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২২, ৮:১৩ অপরাহ্ন / ৬৪
ঘোড়াসাহ মেলাতে চলছে গাঁজার রঙ্গমেলা

কুষ্টিয়া প্রতিনিধি ->>
কুষ্টিয়া জেলার, ভেড়ামারা উপজেলায় ঘোড়াসার মেলাতে চলছে দিবালোকে গাঁজার আড্ডা।

জনগণের তথ্যঅনুসারে, প্রতিবছর আয়োজন হয় ঘোড়াসার মেলা।চলে রমরমা গাঁজার ব্যাবসা এবং গাঁজা খেয়ে মাতাল অবস্থায় ডান্স পরিবেশনা করছেন বাবা ঘোড়াশার ভক্তবিন্দুরা।

আবারও জনগণের তথ্যমতে জানাযায়, এই ঘোড়া শার মাজার শরিফে যে গাঁজার আলোড়ন শুরু হয়েছে তাতে তরুণ এবং যুবো সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে কিন্তু অতি দুংখের ব্যাপার জনগণের , স্বাধীন বাংলাদেশে ও এমন ভয়ংকর গাঁজার আলোড়ন ঘোড়াসার মাজারে তবুও প্রশাসনের কোনো তোতপ্ররতা নেই ঘোড়াসার মেলায় গাঁজার আঁড়তে।