ArabicBengaliEnglishHindi

চার সিনেমার অপেক্ষায় শিরিন শিলা


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২২, ১২:৩০ অপরাহ্ন / ৭৬
চার সিনেমার অপেক্ষায় শিরিন শিলা

শোবিজ ডেস্ক ->>
বাংলা চলচ্চিত্রের নায়িকা শিরিন শিলা। তারঅভিনীত চারটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

সিনেমাগুলো হচ্ছে- মনতাজুর রহমান আকবরের ‘ঘর ভাঙ্গা সংসার’, মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’, চন্দন চৌধুরীর ‘২৪.৩-এর রাত’ ও সাখাওয়াত হোসেনের ‘বীরাঙ্গনা ৭১’। এরই মধ্যে সিনেমাগুলোর কাজ শেষ করেছেন শিলা।

চন্দন চৌধুরীর ‘২৪.৩-এর রাত’ ও মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। শিরীন শিলা বলেন, মুক্তি প্রতীক্ষিত চারটি সিনেমার মধ্যে ‘বীরাঙ্গনা ৭১’ সিনেমাটিতে আমার চরিত্রটি একেবারেই ভিন্ন। এতে আমি বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছি। এর আগে আমি কখনও বীরাঙ্গনা চরিত্রে কাজ করার সুযোগ পাইনি।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আবার ‘২৪.৩-এর রাত’ সিনেমাতেও একজন লেখিকা হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। এ ছাড়া ‘ঘর ভাঙ্গা সংসার’, ‘নদীর জলে শাপলা ভাসে’ এই দুটো সিনেমাতেও আমাকে অনবদ্য দুটি চরিত্রে অভিনয়ে দেখা যাবে। সব মিলিয়ে চারটি সিনেমা নিয়ে আমি খুবই আশাবাদী।