ArabicBengaliEnglishHindi

চিরিরবন্দরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা


প্রকাশের সময় : জুন ১৪, ২০২২, ২:৩৬ অপরাহ্ন / ১২২
চিরিরবন্দরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

চিরিরবন্দর প্রতিনিধি ->>
দিনাজপুরে চিরিরবন্দরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা যায় রাত ২টার পর চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে এ ঘটনাটি ঘটে।

দিনাজপুর সদর ৪নং শেখ পুরা ইউনিয়নে নিচিন্তোপুর কামাদ পাড়া আজিমুল ইসলামের ছেলে মাজেদুল ইসলাম । নিহত মাজেদুল দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়ন যুবলীগের ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।

নিহত মাজেদুল এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে । নিহতের চাচাতো ভাই আলমের সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন মাজেদুল খুব ভালো ছেলে কারো সাথে লাগা বাজা করতো না। মানুষের বিপদে আপদে উপকার করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন রাতে আমতলী বাজারে দুর্বৃত্তরা মাজেদুলকে কুপিয়ে জখম করে। আমতলি স্থানীয় লোকজন উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ এখন পর্যন্ত হাসপাতালে রাখা আছে।

পুলিশ জানান পরিবারের পক্ষ থেকে এই ঘটনার বিষয় এখন পযন্ত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নিবো।