ArabicBengaliEnglishHindi

চীনা রাষ্ট্রদূত বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন / ৮৬
চীনা রাষ্ট্রদূত বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন

আশরাফুল আলম(ফুলবাড়ী)দিনাজপুর থেকে ->>

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও কয়লার খনি চীনা রাষ্ট্রদূত লি জিমিং পরিদর্শন করেন।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং কয়লার খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনা পরিদর্শন করেন।

এমডি মোঃ সাইফুল ইসলাম সরকার কয়লা খনি পক্ষ হতে ফুলের তোড়া দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

প্রধান প্রকৌশলী মো. ওয়াজেদ আলী সরদার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এ সময় উপস্থিত পাবর্তীপুর ও ফুলবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মো. আসাদুজ্জামান (আসাদ)

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, ১.চাও চিহু -এক্স এমসি

২.ঊ- -এক্স এমসি

৩.ছাং-ইয়ুয়েন -এক্স এমসি

৪.লি তা হাই -এক্স এমসি

৫.চাং লি চি –এক্স এন সি

৬.লিউ ফাং-এক্স এমসি

মত বিনিময় সভা শেষে বড়পুকিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা দের সঙ্গে মধ্যহ্নভোজ অংশ গ্রহন করেন।

মধ্যহ্নভোজ শেষে সৈয়দপুরে অবস্হিত স্হাপনার চীনা কোম্পানি বাস্তবায়নাধীন প্রকল্পের উদ্দেশ্য রওনা করেন।