ArabicBengaliEnglishHindi

চৌগাছায় আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২২, ১১:২৬ অপরাহ্ন / ১২৮
চৌগাছায় আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত
আবু জাফর বিশ্বাস ->>
চৌগাছার ৫নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকাল ৪ টায় ৫নং সদর ইউনিয়ন পরিষদ মাঠে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মীসভায় উপস্থিত ছিলেন- মাননীয় সংসদ সদস্য ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। এ সময় উপজেলার নেতাকর্মীরা সরকারের উন্নয়নের ধারা ও আগামী নির্বাচনকে ঘিরে আলোচনা করেন। আওয়ামী লীগ সরকারের অগ্রগতি ও উন্নয়ন তুলে ধরেন উপজেলা নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশরাফুল আলম, উপজেলা পৌরসভা কাউন্সিলর সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রাজু আহমেদ ও ছাত্রলীগ নেতা হাসান রেজা।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সিংহ ঝুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, সুখ পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ও স্বরূপদাহ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কাদের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আরজান আলী, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল, আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব, উপজেলা ছাত্রলীগের হাশিম রেজা। এছাড়াও মহব্বত হোসেন, সেলিম রেজা, রুবেল হোসেন, আরিফুল ইসলাম, আজমীর হোসেন প্রমুখ।