চৌগাছায় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ-এর চাল বিতরণ
প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২২, ১০:৪১ অপরাহ্ন /
৯১
চৌগাছা প্রতিনিধি ->>
যশোরের চৌগাছায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। চৌগাছা সদর ইউনিয়নের দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে চৌগাছা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (যশোর-২) চৌগাছা-ঝিকরগাছা আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা (অবঃ) মেজর জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ মোস্তানিছুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইরুফা সুলতানা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সহিদুল ইসলাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল, সদস্য আশরাফুল আলম, সদস্য আওরঙ্গজেব চুন্নু, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ট্যাগ অফিসার সুভাস চন্দ্র চট্টোপাধ্যায়, কাউন্সিলর সিদ্দিকুর রহমান, ফুলসারা ইউনিয়নের সভাপতি শের আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব বাবু প্রমুখ।
আপনার মতামত লিখুন :