চৌগাছায় বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার
প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২২, ৪:২৭ অপরাহ্ন /
৫২
নিজস্ব প্রতিবেদক ->>
চৌগাছা থানা পুলিশের মাদক বিরোধী ০৩টি সফল অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার! যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল জনাব মোঃ বেলাল হোসাইন মহোদয় এবং চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সবুজ এর তত্ত্বাবধানে আজ ২৯ জানুয়ারী ২০২২ তারিখে চৌগাছা থানা ও দশপাখিয়া ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে এসআই বিকাশ চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৪৫ বোতল ফেন্সিডিল সহ আসামী ১. মোঃ জীবন হোসেন(২৪), পিতা-মোঃ বলু মিয়া, গ্রাম- চৌগাছা বিশ্বাসপাড়া, ২. মোঃ নুরুজ্জামান(৩২), পিতা-মোঃ নজরুল ইসলাম, গ্রাম- মাকাপুর (পূর্বপাড়া), ৩. প্রতাপ নাগ(২১), পিতা-অমল নাগ, গ্রাম- বলিদা পাড়া, থানা- চৌগাছা, জেলা- যশোরগণ’কে ও অপর একটি অভিযানে এসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০২ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ আসামী ১. মোঃ ফারুক হোসেন(২৮), পিতা-মৃত হানেফ আলী বিশ্বাস, গ্রাম- চৌগাছা বিশ্বাসপাড়া, ২. মোঃ কবির হোসেন(২৬), পিতা-মৃত সামছুল হক মন্ডল মেম্বার, গ্রাম- বড় কাকুড়িয়া, ৩. শ্রী মিঠু সেন(৩২), পিতা-শ্রী বাবলু সেন, গ্রাম- কয়ার পাড়া (আখসেন্টার), সর্ব থানা- চৌগাছা, জেলা-যশোরগণ’কে এবং অপর আরেক অভিযানে দশপাখিয়া পুলিশ ক্যাম্পের এএসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৪০ বোতল ফেন্সিডিল সহ আসামী ১. মো: আবুজার বাবু(২২), পিতা-মো: সাইফুল ইসলাম কারিকর, ২. মো: ডিটুল হোসেন(২৩), পিতা-মো: কাশেম আলী মন্ডল, উভয় গ্রাম- সিংহঝুলি, থানা- চৌগাছা
জেলা- যশোরদ্বয়’কে গ্রেফতার করেন।
এসংক্রান্তে পৃথক ০৩টি মাদক আইনে মামলা রুজু করিয়া আসামীগণ’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :