চৌগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২২, ১১:০০ অপরাহ্ন /
১১৪
আবু জাফর বিশ্বাস ->>
চৌগাছায় অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে চৌগাছা কেন্দ্রীয় শহীদ মিনারে যশোর ৮৬ চৌগাছা-ঝিকরগাছা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব) ডাঃ নাসির উদ্দীন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন।
পর্যায়ক্রমে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন- উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, বাসদ, স্বেচ্ছাসেবকলীগ, চৌগাছা পৌরসভা, পাবলিক লাইব্রেরি, চৌগাছা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, চৌগাছা ডিগ্রী কলেজ, বাস মালিক সমিতি। এছাড়াও আরো সামাজিক সংগঠন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে মহান ভাষা শহীদদের জন্য হাত তুলে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :