ArabicBengaliEnglishHindi

চৌগাছায় ২কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক


প্রকাশের সময় : মে ২৫, ২০২২, ৭:০৫ অপরাহ্ন / ৭৭
চৌগাছায় ২কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি ->>

যশোরের চৌগাছায় ০২(দুই) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।

মঙ্গলবার (২৪মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ ও দশ পাকিয়া পুলিশ ক্যাম্প যৌথভাবে অভিযান চালায় থানার ফতেপুর গ্রামে। এ সময় তাদের কাছ থেকে ০২(দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের মোঃ মুরাদ আলির ছেলে সুমন হোসেন(৩৬) ও একই গ্রামের মোঃ শহিদুল্লাহ’র ছেলে মোনায়েম বিল্লাহকে(২৯) আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চৌগাছা থানার অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলাম বলেন এ ঘটনায় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের নামে মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে।