ArabicBengaliEnglishHindi

চৌগাছা থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ


প্রকাশের সময় : মে ৯, ২০২২, ৫:৫৫ অপরাহ্ন / ৮৩
চৌগাছা থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ

চৌগাছা প্রতিনিধি ->>

যশোরের চৌগাছা থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযানে ৩৫ প্রজাতির ফলজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে। রবিবার (৮মে) যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম-বার, পিপিএম-এর দিকনির্দেশনায় চৌগাছা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম সবুজ এর নেতৃত্বে চৌগাছা থানার অভ্যন্তরে ৩৫ প্রজাতির ফলজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধক ফুলের প্রায় পাঁচ শতাধিক গাছ রোপণ করা হয়েছে। এ অভিযানে ইন্সপেক্টর (তদন্ত) জনাব ইয়াসিন আলম চৌধুরী সহ থানায় কর্মরত সকল অফিসার এবং ফোর্সবৃন্দ এতে অংশ নেন।

রোপণকৃত গাছগুলো হলো – আম, লিচু, মাল্টা, বাতাবিলেবু, কাগজিলেবু, কমলালেবু, ডালিম, শরিফা, জলপাই, আমলকি, আপেলকুল, সফেদা, বকুল, কাঠবাদাম, বিলেতিগাব, আমড়া, থাইপেয়ারা, কদবেল, কামরাঙ্গা, জাম্বুরা, কাঠবাদাম, তেতুল, সুপারি, অ্যালোভেরা, শিউলি, আশফল, সাজনা, নাজনা, ডালিম, রামবুটান, দুরিয়ান, পার্সিমন, রঙ্গন, কামিনী, গোলাপ, হাসনাহেনা, চুইঝাল, প্রভৃতি।