ArabicBengaliEnglishHindi

চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিতদের শপথ গ্রহণ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২২, ১০:০২ অপরাহ্ন / ১৫৭
চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিতদের শপথ গ্রহণ

আবু জাফর বিশ্বাস ->>
যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত কার্য্য নির্বাহী কমিটির সকল সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ শনিবার সকাল ১১ টায় রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই শপথ অনুষ্ঠিত হয়। এক সংক্ষিপ্ত আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান রিপোর্টার্স ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার চৌগাছা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল।

শপথ নেন রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান জুয়েল, সহ-সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, দপ্তর সম্পাদক এহসান জামিল, অর্থ সম্পাদক সুজন দেওয়ান, প্রচার ও প্রকাশনা ইমাম হোসেন সাগর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুন্সী সাগর, পত্রিকা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান সোহান, নির্বাহী সদস্য বাবলুর রহমান, সেঁজুতি নূর, আব্দুল গনি। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী শনিবার চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক (২০২২-২০২৩) নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল। বিশেষ আলোচনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, চৌগাছা পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহীনুর রহমান শাহীন, পল্লবী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, এসময় উপস্থিত ছিলেন কবি ও লেখক আবু জাফর বিশ্বাস, মাস্টার আমজাদ হোসেন, আব্দুর রহিম প্রমুখ।