ArabicBengaliEnglishHindi

জবিতে প্রক্সি দিতে আসা ঢাবির শিক্ষার্থী আটক; ২৬ লক্ষ টাকা চুক্তি


প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২২, ৬:৪৮ অপরাহ্ন / ৭২
জবিতে প্রক্সি দিতে আসা ঢাবির শিক্ষার্থী আটক; ২৬ লক্ষ টাকা চুক্তি

জবি প্রতিনিধি ->>
আজ (১৩ আগস্ট) গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের পরীক্ষায় একজন শিক্ষার্থীর প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন আবির নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সেজান মাহফুজ নামের এক শিক্ষার্থীর প্রক্সি দিতে আসলে প্রবেশপত্রের ছবির সাথে চেহারার মিল না থাকায় প্রক্টরিয়াল বডির সদস্যরা সন্দেহজনকভাবে আবিরকে আটক করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিজ্ঞাসাবাদে প্রক্সি দেওয়ার প্রাথমিক সত্যতা মিলেছে। পরবর্তীতে মোবাইল ফোন থেকে ২৬ লক্ষ টাকার বিনিময়ে প্রক্সি দিতে আসার প্রমাণ পাওয়া যায়।

যে টাকা, পরিক্ষা শেষ হওয়া সাথে সাথে আটককৃত শিক্ষার্থীর ব্যাংক হিসাবে যুক্ত হয়। ধারণা করা হচ্ছে সুধু একজনই না, এর সাথে যুক্ত আছে বড় কোন সিন্ডিকেট।

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, প্রক্সি দিতে আসা শিক্ষর্থীকে সন্দেহজনকভাবে প্রক্টরিয়াল বডির সদস্যরা আটক করে। সত্যতা যাচাইয়ের পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।