ArabicBengaliEnglishHindi

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো মসদই সুপার ফুটবল লীগ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২২, ৭:৫১ অপরাহ্ন / ৭৫
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো মসদই সুপার ফুটবল লীগ

মোঃ সবুজ খান (টাংগাইল) ->>
টাংগাইল জেলা মির্জাপুর উপজেলায় মসদই গ্রামে মসদই জনকল্যাণ সংঘ আয়োজিত ও মসদই যুবসমাজের সহযোগিতা অনুষ্ঠিত হলো মসদই সুপার লীগ ফুটবল টুনা মেন্ট ফাইনাল খেলা।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

উক্ত খেলায় সম্মানিত অতিথি ছিলেন টাংগাইল ৭ মির্জাপুর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ। খেলায় উদ্বোধন করেন মোঃ দেলোয়ার হোসেন খান এডি বাংলাদেশ ব্যাংক।

উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন টাংগাইল জেলা মির্জা পুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহ রীম হোসেন সিমান্ত, জনাব মাহাবুব আলম মল্লিক (হুরমহল) সহ সভাপতি টাংগাইল জেলা আওয়ামী লীগ।

আমিনুর রহমান লস্কর, খেলায় সম্মানিত সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ বলেন এই মাঠ টিকে বড় করার সার্বিক সহযোগিতা করবেন।

উক্ত খেলায় অংশ নেন মসদই বন্ধু একাদশ বনাম মসদই ব্ল্যাক লায়ন চ্যালেঞ্জার্স খেলায় ২/ ০/শুন্য গোলে জয়লাভ করেন।

মসদই বরাবরই নতুন কিছু খেলার আয়োজন মসদই থাকে সামনে আরো ভালো কিছু উপহার দিবে বলে জানান মসদই জনকল্যাণ সংঘের সভাপতি মোবারক উল্লা খান টয়।