ArabicBengaliEnglishHindi

জাতীয় শিক্ষাধারা’র শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২২, ৭:১৮ অপরাহ্ন / ৭৮
জাতীয় শিক্ষাধারা’র শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ->>
জাতীয় প্রেসক্লাবের সামনে ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, সকাল ১০টাই এনজি এডুকেশন সোসাইটি’র সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আইয়ুব রানা।

আরো উপস্থিত ছিলেন এন ডিবির চেয়ারম্যান জনাব মোমিন মেহেদী। আগামীকাল মহান শিক্ষা দিবস উপলক্ষে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। সমাবেশে মূল বক্তব্য ও দাবী সমুহ:- শিক্ষা খাতে সমূলে দূর্ণীতি বন্ধ করতে হবে।বিশ্বায়নের যুগোপযোগি শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করতে হবে।

কেজি স্কুল/প্রাইভেট স্কুল সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সরকারী নজরদারী ও রেজিষ্ট্রেশন ব্যবস্থায় আনতে হবে।কাওমি/ফোরকানীয়া/হাফিজিয়া মাদরাসা সহ সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সরকারী নজরদারী ও রেজিষ্ট্রেশন ব্যবস্থায় আনতে হবে।

কারিগরি শিক্ষা জোরদার করতে হবে। ৬ষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষার প্রচলন করতে হবে। সরকারি/ এমপিওভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি কোর্স চালু করতে হবে।

সরকারী/বেসরকারি বিশ্ববিদ্যালয় সমুহে সাধারণ সাবজেক্টের পরিবর্তে টেকনিক্যাল সাবজেক্টে আসন বাড়াতে হবে। টেকনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহনে শিক্ষার্থিদের উদ্বুদ্ধ করতে হবে। যুগোপযোগি নতুন নতুন বিষয়ে কারিগরি শিক্ষা/ দক্ষতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে।

পাড়ায়/মহল্লায় প্রি- স্কুল ব্যবস্থা প্রবর্তন করতে হবে। অভিভাবক/শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্সের মাধ্যমে শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ করনীয সম্পর্কে অবহিত করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উপজেলা/পৌরসভা/ ইউনিয়ন ভিত্তিক গণ পাঠাগার গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের জন্য সহজ লভ্য ইন্টারনেট ব্যবস্থা করতে হবে।,শিক্ষার্থীদের সহজ লভ্য নোটবুক/ ল্যাপটপ/ ডেস্কটপ ব্যবস্থা করতে হবে।