ArabicBengaliEnglishHindi

জামালপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২২, ১:৫৮ অপরাহ্ন / ৪২০
জামালপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

এমরান হোসেন ->>
জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার অস্বচ্ছল ২৪ জন ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে শহরের বকুলভিলা এমপির নিজ বাসভবনে এ চেক বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য সরোয়ার হোসেন শান্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, এমপির ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত প্রমূখ।

সদরের বিভিন্ন এলাকায় অসহায়, অস্বচ্ছল ২৪ জন ব্যক্তির হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১১ লাখ ২০ হাজার টাকার চেক তুলে দেন ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি।