ArabicBengaliEnglishHindi

জামালপুরে ৫টি ড্রেজার মেশিন ধ্বংস


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২২, ১২:১১ পূর্বাহ্ন / ১১৬
জামালপুরে ৫টি ড্রেজার মেশিন ধ্বংস

এমরান হোসেন ->>

জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) তাহমিনা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার জানান, খোকন ও জিল্লুর নেতৃত্বে ৯নং রানাগাছা ও ২নং শরিফপুর ইউনিয়নে ব্রম্মপুত্র নদী হতে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ৯নং রানাগাছা ইউনিয়নের চরগবিন্দ বাড়িতে এবং ২নং শরিফপুর ইউনিয়নের বানার নামক স্থানে অভিযান চালানো হয়। এসময় নদী হইতে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ৫টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।