ArabicBengaliEnglishHindi

জামালপুরে ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২২, ৭:১০ অপরাহ্ন / ৮৩
জামালপুরে ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুর জেলা প্রতিনিধি-
জামালপুর সদর উপজেলায় ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।
এসময় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, জামালপুর সরকারি জেলা স্কুলের প্রধান শিক্ষকা হালিমা খাতুন, বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তালেপ আলী মৃধা, মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন শান্ত, ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা তামান্না সালেহীন, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান প্রমুখ।
এসময় সদর উপজেলার ৭টি জোনে ১৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫টি ইভেন্টে অংশ গ্রহণ করেন। ক্রীড়া অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোজাফফর হোসেন।