ArabicBengaliEnglishHindi

জামালপুর ইউনিয়নে ৪৩০০ দুস্থ মানুষ পাচ্ছেন ভিজিএফ এর চাল


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২২, ৯:২২ অপরাহ্ন / ৫৯
জামালপুর ইউনিয়নে ৪৩০০ দুস্থ মানুষ পাচ্ছেন ভিজিএফ এর চাল

গাইবান্ধা প্রতিনিধি ->>
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের ৪ হাজর ৩০০ মানুষ পাচ্ছেন ভিজিএফ এর চাল। ঈদুল আযহা উপলক্ষে প্রত্যেকে ১০ কেজি করে চাল পাচ্ছেন।

শুক্রবার (৮ জুলাই) সকালে জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল, ট্যাগ অফিসার ননীগোপাল চন্দ্র, ইউপি সচিব সৈয়দ আফলাক হোসেন সেন্টু, সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

সুবিধাভোগীরা যাতে করে চাল কম না পান, সেই লক্ষ্যে ৫ জনের প্যাকেজে ৫০ কেজির একটি চালের বস্তা তাদের দেওয়া হচ্ছে। তারা লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে ১০ কেজি করে চাল গ্রহণ করছেন।

ছায়রা বেগম নামের একজন স্লিপধারী নারী বলেন, আমরা গরীব মানুষ। ঈদে দু’বেলা খাবার নিয়ে চিন্তায় ছিলাম। এইমাত্র ১০ কেজি চাল পেয়ে অনেকটাই আনন্দিত।

জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল জানান, ঈদুল আযহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।