কুষ্টিয়া জেলা প্রতিনিধি ->>
কুষ্টিয়া জেলায়, দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুব খান সালাম সত্রাসী হামলায় নিহত হন।
আনুমানিক রাত ১১ঃ৩০ মিনিট সময়ে কতিপয় সন্রাসী তাকে ধারালো রামদা দিয়ে, পেটে, হাতে ও পায়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে।
তাতক্ষনিক অবস্থায় সালামকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে ও কর্তব্যরত চিকিৎসক চেষ্টা করে ও সালামকে বাঁচাতে পারেনি ।
আনুমানিক রাত ১ টার সময় অধিক রক্ত ক্ষরণের ফলে নিহত হন সালাম।
সালাম আমদহ গ্রামের মোঃআলাউদ্দীনের এক মাত্র ছেলে। ও পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দমছের আলীর নাতী।
সিসি ক্যামেরার ছবি দেখে আসামী সনাক্তকরণের এবং আসামী গ্রেফতার করার প্রক্রিয়ায় তোতপরতার সাথে কাজ করছেন পুলিশ।
সাধারণ জনগণের এবং এলাকাবাসীর দাবি ঔ সমস্ত ভয়ানক সস্রাসীদে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবি।
আপনার মতামত লিখুন :