ArabicBengaliEnglishHindi

জয়পুরহাটে মুক্তিযুদ্ধ কর্নার প্রতিষ্ঠা মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের মাঝে দেশপ্রেম সানিধ্যে হবে-হুইপ স্বপন


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২২, ৯:৪২ অপরাহ্ন / ২৯৫
জয়পুরহাটে মুক্তিযুদ্ধ কর্নার প্রতিষ্ঠা মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের মাঝে দেশপ্রেম সানিধ্যে হবে-হুইপ স্বপন

জয়পুুরহাট প্রতিনিধি ->>
জাতীয় সংসদের হুইপ,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন,এই মুক্তিযুদ্ধ কর্নার প্রতিষ্ঠা মধ্যে দিয়ে পুলিশের যে অবদান সে অবদান নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের মাঝে দেশপ্রেম মানুষের প্রতি কমিটমেন্ট দেশের প্রতি কমিটমেন্ট আরও সানিধ্যে হবে। বুধবার বিকেলে জয়পুরহাট পুলিশ লাইন্সে মুক্তিযুদ্ধ কর্নার গৌরবময় স্বাধীনতা পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার প্রথম প্রহরে ২৫ মার্চে সর্বপ্রথম আক্রমণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজারবাগ পুলিশ লাইন্সে তৎকালীন ইপিআর পিলখানা ক্যাম্পে সেখানে নির্বিচারে পুলিশ সদস্য ছাত্র এবং রাইফেল্স সদস্যদের হত্যা করা হয়। এই হত্যাকান্ডের মধ্যে দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ পুলিশ একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে ঝঁপিয়ে পড়ে।

সারা বাংলাদেশের পুলিশের প্রতিটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ুক মুক্তিযুদ্ধ কর্নার। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানি মোমিন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলনসহ আরও অনেকেই